Veronica বাংলা মুভি রিভিউ | Amazon Obhijaan বাংলা মুভি রিভিউ

আজ গতরাতে দেখা দুটি মুভি নিয়ে আলোচনা করবো। আলোচনার সুরুতেই জানিয়ে দেই, এগুলো আমার একান্ত নিজস্ব মতামত।

Veronica 
Year : 2017
Imdb : 6.2

কয়েকদিন থেকে দেখে আসছি যে, এটি নাকি ২০১৭ সালের সব থেকে ভয়ংকর মুভি। এটি কিনা রাতে একা দেখা উচিত নয়। তাই গতকাল রাতে ঠিক ১২ টায় শুরু করি দেখা। চন্দ্রগ্রহের সময় ৩টি মেয়ে মিলে এক অসুভ শক্তিকে তাদের একজনের বসে নিয়ে আসে। তার পর থেকে সুরু হয় নানা ঘটনা, তার বিবরণ নাই বা দিলাম। মুভিটি জখন হাফ সেশ, তখনও ভাবছিলাম যে, ভয় পাবো কখন। এমন ভাবতে ভাবতে মুভি সেশ হয়ে গেলো। মুভিটি দেখার সময় ভয় তো দুরের কথা, মনে হচ্ছিল যে ভর দুপুরে বসে, সনি আটের আহাট দেখছিলাম।

 

Amazon Obhijaan,
Year : 2017
imdb rating : 6.2

২০১৭ সালের বেশ ভালো ব্যবসাসফল মুভি। রাত ২ টা দেখতে শুরু করেছিলাম। অনেক আশা নিয়ে দেখতে বসেছিলাম মুভিটি। কিন্ত আশাহত হতে সময় লাগলো না বেশিক্ষন। মুভিতে সংকর এর সাথে যে ফিরাংি মেয়েকে দেখা যায়, তার অভিনয় ছিলো সুপার ডুপার জঘন্য। আমার মনে হচ্ছিল যে, যদি রোবট সোফিয়াকে দিয়ে ডায়ালগ ডেলিভারি দেয়া হতো, তাহলে ওই ভিনগ্রহী প্রানী আন্না ফ্লোরিয়ার থেকে ভালো এক্সপ্রেশন দিতে পারতো বলে আমি মনে করি। তবে মুভিতে দেবের অভিনয় ভালোই লেগেছে বলতে হয়। আর VFX দারুন ছিল তার সাথে সিনেমাটোগ্রাফিও ছিল অসাধারণ, কিন্ত অ্যানিমেশন অতটা ভালো করতে পারে নি। কাহিনীটাও আর একটু ভালো হতে পারতো। বিজিএম ভালো লাগে নি। তবে পরিবার নিয়ে একবার দেখতে খারাপ লাগবে না এই মুভিটি। দেবের অভিনয় আর সিনেমাটোগ্রাফি, আপনাকে আটকে রাখবে, সেশ হওয়ার আগ পর্যন্ত।
( লিংক চাহিয়া লজ্জা দিবেন না)

ধন্যবাদ সবাইকে।

Source – https://web.facebook.com/Nayeem.rafjan