অপরাজেয় ডিকশনারির অন্যতম একটি বৈশিষ্ট ‘Instant Popup Translate’ । কোন শব্দের অর্থ দ্রুত বের করার জন্য সেই শব্দ সিলেক্ট করে শুধু ‘Tab’ কী চাপলেই দ্রুত সে শব্দের শব্দার্থ বের করে দিবে অপরাজেয় ডিকশনারি ।

তবে অপরাজেয় ডিকশনারি *প্রো* ভার্সনে আরো অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে । যেমন আপনি চাইলে ‘ট্যাব’ বাটনের পরিবর্তে অন্য যে কোন কী কিংবা কম্বিনেশন চয়ন করতে পারবেন ।