Categories
অন্যান্য

শুভ নববর্ষ ১৪২৭

একটি বছর অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে। ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাঙালি বরণ করে নেবে ১৪২৭ সনকে। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে। তবে এই বছরটা একটু অন্যরকম। করোনা ভাইরাসের কবলে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন। তাই কিছুটা হলেও মন খারাপ বাঙালিসহ গোটা বিশ্ববাসীর। চিংড়ি বা ইলিশ, আপামর বাঙালির পাতেও পড়েছে ভাটা। সবমিলিয়ে নববর্ষের সেই আনন্দ এখন অধরা।

শুভ নববর্ষ ১৪২৭ উপলক্ষ্যে আমাদের সকল সফটওয়্যারে ৫০% ছাড় ! সফটওয়্যার ক্রয় করতে এখানে ক্লিক করুন

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
এসো হে বৈশাখ, এসো, এসো”

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘরে থাকুন, সুস্থ থাকুন! সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ।