Categories
অন্যান্য

শুভ নববর্ষ ২০২০

নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত! মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২০ সালের প্রথম দিন। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’ আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে।

যাইহোওক , অনেক দিন ধরেই ওয়েবসাইট সংস্করণ করা হয়ে উঠেনি । সময় স্বল্পতা ও জনবলের কারনে । আমাদের অনেক শুভাকাংক্ষী নিয়মিত ই-মেইল করেন এবং আমাদের সফটওয়্যার/সরঞ্জাম-এর হালনাগাদ সম্পর্কে জানতে চান কিন্তু আমরা কোন উত্তর দিতে পারিনা । অপরাজেয় কীবোর্ড ও বাংলা সরঞ্জাম ওয়েবসাইটটিতে আবারো নতুন করে সাজাতে ও নতুনত্ব আনতে শুভ নববর্ষ ২০২০-এ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম । দীর্ঘদিন যারা আমাদের সংস্পর্শে ছিলেন এবং আমাদের অনুপ্রাণিত করে এসেছেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে এবং একই সাথে সবাইকে ইংরেজি শুভ নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা রইলো ।

শুভেচ্ছান্তে,

অপরাজেয় কীবোর্ড এবং বাংলা সরঞ্জাম টীম