নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত! মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হল ইংরেজি নতুন বর্ষ ২০২০ সালের প্রথম দিন। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নে সোনালি প্রত্যাশার পাখা মেলে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’ আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে।
যাইহোওক , অনেক দিন ধরেই ওয়েবসাইট সংস্করণ করা হয়ে উঠেনি । সময় স্বল্পতা ও জনবলের কারনে । আমাদের অনেক শুভাকাংক্ষী নিয়মিত ই-মেইল করেন এবং আমাদের সফটওয়্যার/সরঞ্জাম-এর হালনাগাদ সম্পর্কে জানতে চান কিন্তু আমরা কোন উত্তর দিতে পারিনা । অপরাজেয় কীবোর্ড ও বাংলা সরঞ্জাম ওয়েবসাইটটিতে আবারো নতুন করে সাজাতে ও নতুনত্ব আনতে শুভ নববর্ষ ২০২০-এ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম । দীর্ঘদিন যারা আমাদের সংস্পর্শে ছিলেন এবং আমাদের অনুপ্রাণিত করে এসেছেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে এবং একই সাথে সবাইকে ইংরেজি শুভ নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা রইলো ।
শুভেচ্ছান্তে,
অপরাজেয় কীবোর্ড এবং বাংলা সরঞ্জাম টীম