এই সমস্যাটি একদম স্থায়ীভাবে সমাধান করা হয়ে গেছে । নতুন ভার্সন অর্থাৎ অপরাজেয় ডিকশনারি *প্রো*০.৫.২+ থেকে এই সমস্যাটি আর নেই ।
একটিভেশন -কী দেবার পরও এক্টিভেশন চাচ্ছে এটা সফটওয়্যারের কোন বাগ নয় । এটি উইন্ডোজ এর ফাইল সেইভ পারমিশন নেই কারনে এমন হয়েছে ।
অপরাজেয় ডিকশনারি *প্রো* সফটওয়্যারটি Run As Administration মোডে চালু করুন তারপর রেজিস্ট্রেশন করেনিন । তবে আর এই সমস্যা থাকবে না ।
কিভাবে অপরাজেয় ডিকশনারি প্রো সফটওয়্যারটি Run As Administration মোডে চালু করবেন দেখে নিনঃ
১) প্রথমে প্রোগ্রাম এর আইকনে মাউস বাটন রাইট ক্লিক করবেন । নিএর ন্যায় একটি কনট্যাক্স মেনু আসবে ।

তারপর Run As Adminstration সিলেক্ট করে প্রোগ্রামটি চালু করে রেজিস্ট্রেশন করে নিন ।
ব্যস সমস্যা সমাধান !
ভিডিও