অপরাজেয় ডিকশনারি *প্রো* এর ডাটাবেজ অনেক বড়। আর সব ডাটাবেজ একত্রে করে সফটওয়্যার সেটআপ ফাইল তৈরি করলে সেটআপ সাইজ অনেক বড় হয়ে যায় । যার ফলে অনেকেই ডাউনলোড করতে আগ্রহ দেখায় না।
আর অনেকের সবগুলো ট্যাবের জন্য সবগুলো ডাটাবেজ প্রয়োজনও পরে না। তাই সবগুলো ডাটাবেজ সফটওয়্যারের সাথে সংযুক্ত করে দেওয়া হয়নি ।
তবে আমাদের ডাটাবেজ ডাউনলোড এর অপশনটা খুব খুব খুবই সহজ করে সাজানো হয়েছে । যে কেও শুধু অপরাজেয় ডিকশনারি প্রো সফটওয়্যারটি চালু করার যোগ্যতা রাখলেই সবগুলো ডাটাবেজ ডাউনলোড এবং ইন্সটল করে নিতে পারবে ।
আমাদের অনলাইন সার্ভার থেকে ডাটাবেজগুলো খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে । ডাটাবেজগুলো হাইলি কম্প্রেজড করা । তাই ডাউনলোড হতে সর্বোচ্চ ১ মিনিট সময় লাগতে পারে ।