অপরাজেয় ডিকশনারি *প্রো*- তে ডিকশনারি সফটওয়্যারটি বার বার ওপেন না করেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন উইন্ডো থেকে শুধুমাত্র শব্দটি সিলেক্ট করে হট-কী প্রেস করেই শব্দার্থ জানুন ।
এ জন্য সফটওয়্যারটির একটি অপশন চালু করতে হবে শুধু । Start With Windows Startup.
খুব সহজে এই অপশনটি চালু করতে পারবেন । মাত্র দুটি বাটন ক্লিকে ।
অপরাজেয় ডিকশনারি প্রো সফটওয়্যারটি ওপেন করে Settings এ ক্লিক করবেন তারপর Application ট্যাবের নিচের দিকেই দেখতে পারবেন Start With Windows Startup টুগল বাটন । এই টুগল বাটনটি চেপে শুধু অপশনটি চালু করে দিবেন ।
ব্যস ।
এর পরের বার থেকে উইন্ডোজ চালু হলে আর ম্যানুয়ালি সফটওয়্যার ওপেন করতে হবে না। অপরাজেয় ডিকশনারি *প্রো* স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে আপনার সিস্টেম ট্রেতে মিনিমাইজ হয়ে থাকবে ।