অনেকেই আমাদের একটি প্রশ্ন জিজ্ঞাস করে থাকেন যে, আমাদের সফটওয়্যারটি দিয়ে লিখলে কোন ফন্ট সিলেক্ট করতে হবে কিংবা আমাদের সফটওয়্যার দিয়ে অমুক ফন্ট-এ বাংলা লিখা যাবে কিনা ।
সবচেয়ে সহজতর উত্তরটা হচ্ছে – অপরাজেয় বাংলা কীবোর্ড এবং অন স্ক্রীন বাংলা কীবোর্ড উভয়েউ বাংলা ANSI এবং Unicode এনকোডিং সমর্থিত । তাই যেকোন ANSI ফন্ট ব্যবহার করে কিংবা ইউনিকোড ফরম্যাট-এ বাংলা লিখতে পারবেন
কোন ঝামেলা ছাড়াই । তবে ANSI ফন্ট এর ক্ষেত্রে অবশ্যই কীবোর্ড লেআউট অনুয়ায়ী ফন্ট চয়ন করতে হবে ।
উদাহারনঃ
আপনি যদি বিজয় সিরিজের বাংলা ফন্ট ব্যবহার করে টাইপ করতে চান তবে আপানাকে বিজয় ANSI ফরম্যাটের লেআউট ব্যবহার করতে হবে । আপনি যদি এই ক্ষেত্রে STM ANSI ফরম্যাট এর লেআউট ব্যবহার করেন তাহলে কিন্তু বাংলা লিখতে পারবেন না । কারন Bijoy ANSI এবং STM ANSI উভয়েই ANSI হলেও এর বাংলা ক্যারেকটার ম্যাপ আলাদা ।
আরো কোন প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে ফোরামে জিজ্ঞাস করুন কিংবা আমাদের ই-মেইল করুনঃ contact[at]aparajeyo.com