এক ক্লিকে এক্টিভেট করুন অপরাজেয় ডিকশনারি *প্রো* । এখন থেকে আর এক্টিভেশন-কী আর লিখে রাখতে হবে না। এক ক্লিকেই আমাদের সার্ভার থেকে আপনার আইডেন্টি ভেরিফাই হয়ে সফটওয়্যার এক্টিভ হয়ে যাবে । আর এই পুরো কার্যক্রমটি সম্পন্ন হতে সময় লাগবে মাত্র ৫ থেকে ১০ সেকেন্ড ! (সর্বোচ্চ ১০ সেকেন্ড)
নিচের ভিডিওটি দেখুনঃ
তবে যারা সফটওয়্যার ক্রয় করেননি তাদের সফটওয়্যারের কপি এই পদ্ধতিতে এক্টিভেট হবে না। যারা আমাদের অপরাজেয় ডিকশনারি প্রো ক্রয় করেছেন শুধুমাত্র তাদের ইনফরমেশনই আমাদের সার্ভারের ডাটাবেজে রয়েছে এবং তাদের সফটওয়্যারের কপিই এই পদ্ধতিতে এক্টিভেট হবে ।
সফটওয়্যার ক্রয় করতে এখানে ক্লিক করুন ।