এতোদিন যাবত অপরাজেয় ডট কমের কোন পেজ অফিসিয়ালি ফেসবুকে ছিলো না । আমাদের ডেভেলপার ওয়েবসাইটের ফেসবুক পেজ (https://facebook.com/SmallProgrammers) থেকে অপরাজেয় ডট কমের হালনাগাদ প্রকাশ করা হতো) ।এখন আমরা আমাদের অপরাজেয় ডট কমের জন্য আলদাভাবে একক ফেসবুক ফ্যান পেজ খুলেছি । তাই অপরাজেয়র হালনাগাদের জন্য আমাদের নতুন ফেসবুক পেজ (https://facebook.com/Aparajeyo) এ লাইক দিয়ে সংযুক্ত থাকুন । এখন থেকে এই পেজেই প্রতিনিয়ত অপরাজেয় ডট কম এবং অপরাজেয় এর অনান্য ওয়েবসাইটের আনুষঙ্গিক সকল হালনাগাদ সম্পর্কে অবহিত করা হবে ।
এখুনি পেজে লাইক দিতে নিচের লাইক বাটনে চাপুনঃ
ধন্যবাদান্তে,
অপরাজেয় টিম