Search History Tab
এই ভার্সনে নতুন সংযোজন করা হয়েছে “Search History” আপনি যে সব শব্দ পপআপ ট্রান্সউইন এবং মেইন উইন্ডো তে সার্চ করেছেন তা এই History ট্যাবে দেখতে পারবেন ।

কিভাবে অপরাজেয় ডিকশনারি এই সার্চ হিস্টোরি তৈরি করে ?
মেইনউইন্ডো এর ক্ষেত্রেঃ আপনি কোন শব্দ মেইন উইন্ডোতে সার্চ করে তা ৫ সেকেন্ড এর জন্য দেখলে সেটি সার্চ হিস্টোরিতে যোগ হয় ।
পপআপ ট্রান্সউইন এর ক্ষেত্রেঃ প্রতিবার পপআপে যে শব্দ সার্চ করেন সেটিই হিস্টোরিতে যোগ হয় ।
এই অপশনটি বেটা অবস্থায় আছে। এর আরো সংশোধন এবং উন্নত করার কাজ চলছে ।
Search engine of main UI
মূল উইন্ডোর সার্চ ইঞ্জিন আরো দ্রুত করা হয়েছে । আগের তুলনায় এখন আরো দ্রুত এবং স্মুথ কাজ করবে ।
Clipboard error issue.
মাঝে মধ্যেই কোন টেক্সট কপি করলে একটা এররর চলে আসতো । এর কারন অপরাজেয় ডিকশনারি প্রো তে ওয়ার্ড কপি করলেই শব্দার্থ দেখাবে এরকম এটি অপশন ছিলো। এই ক্লিপবোর্ড এরররটি মাঝে মধ্যেই হয়তো দেখছেন , এর কারন আপনি যখন ইংরেজি বাংলা কিংবা ক্যারেক্টার সাপোর্ট করে না এমন কোন কিছু ক্লিপবোর্ডে কপি করেছেন সেটি ডিকশনারি বুঝতে পারতো না । আর মূল কথা কপি করলে শব্দার্থ দেখাবে কিন্তু এই অপশনটি শুধুমাত্র মোবাইলের জন্যেই পারফেক্ট । পিসির জন্য এই অপশনটি অনেক বিরক্তিকর এবং ঝামেলাপুর্ন । তাই এই অপশনটি রিমুভ করা হয়েছে।
Update : Popup Transkey Hotkey Choose

পুর্বের ভার্সনগুলোতে কেবল নির্দিষ্ট কিছু হটকী-ই ব্যবহার করা যেতো অপরাজেয় ডিকশনারি প্রো এর পপআপ উইন্ডো প্রদর্শনের ক্ষেত্রে । কিন্তু এই ভার্সন থেকে আপনি নিজে ইচ্ছা অনুযায়ী সেই হটকী চয়ন করতে পারবেন ।