Categories
অপরাজেয় ডিকশনারি

রেগুলার সার্চ vs অপরাজেয় মিক্সড ফ্রুটস – অপরাজেয় ডিকশনারি প্রো

অপরাজেয় ডিকশনারি প্রো -তে যুক্ত হলো দুইটি সার্চ পদ্ধতি –

১) রেগুলার সার্চ
২) অপরাজেয় মিক্সড ফ্রুটস

রেগুলার সার্চ 🔍

রেগুলার সার্চে অপশনে আপনি রেগুলার সার্চ ফলাফলই পাবেন । যেমন সাধারণত যেসব ডিকশনারিতে দেখা যায় কোন শব্দ সার্চ করলে ঐ শব্দের প্রথম অক্ষরের ভিত্তিতে অনান্য শব্দ পরামর্শ ।

অপরাজেয় মিক্সড ফ্রুটস 🍇

অপরাজেয় মিক্সড ফ্রুটস অপরাজেয় এর নিজস্ব তৈরি সার্চ ইঞ্জিন। এই সার্চে মূলত সার্চকৃত শব্দের মিশ্রণ ফলাফল দেখায় । এই সার্চটি করার পেছনে আমাদের মূল উদেশ্য ছিলো , মাঝে মধ্যে সার্চকৃত শব্দ এবং শুধুমাত্র এর ধারাবাহিক শব্দগুলোই আমরা দেখে থাকি। এই মিশ্রুন ফলাফল আপনাকে আরো ব্যাতিক্রমি ফলাফল দেখাতো যেই শব্দগুলো সাথে আপনি নতুন ভাবে পরিচিত হতে পারতেন ।

দুইটি অপশন রাখার কারন ?

অনেকেই রেগুলার সার্চে অভ্যস্ত এবং অপরাজেয় মিক্সড ফ্রুটস একটু ভিন্ন হওয়ায় ফলাফল খুঁজে পেতে কস্ট হয় । এবং অনেকে ইতোমধ্যে আমাদের তৈরিকৃত সার্চ (অপরাজেয় মিক্সড ফ্রুটস) অপশনটিকেও ভালোবেসে ফেলেছেন। তাই দুইটি সার্চই এই ভার্সন থেকে যুক্ত করা হয়েছে ।

আপনি এই দুইটির কোনটি চয়ন করবেন ?

আপনার কাছে যেটি সুবিধার মনে হয় আপনি সেটিকে চয়ন করবেন । তবে এই ভার্সন থেকে ডিফল্ট হিসেবে থাকবে “রেগুলার সার্চ” কারন আমরা বেশীরভাগ ডিকশনারিতেই “রেগুলার সার্চ” – এর মতো ফলাফল পেয়ে থাকি ।

কিভাবে আপনি এই সার্চগুলোতে পরিবর্তন করবেন ?

  1. অপরাজেয় ডিশনারি প্রো এর মূল UI ওপেন করবেন
  2. সেটিংস এ ক্লিক করবেন
  3. সার্চ অপশন
  4. সার্চ রেজাল্ট স্টাইল > এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর SAVE বাটনে চাপবেন ।

এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র ০.৬.৮ বেটা ১৩০ এবং এর পরবর্তী ভার্সনগুলো থেকে ।