
আজীবন। আপনি ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করে করে আজীবন ব্যবহার করতে পারবেন । তবে ফ্রি ভার্সন ব্যবহারে আপনি কিছু সীমাবদ্ধতা পাবেন ।
আপনি ট্রিয়াল ভার্সন ব্যবহারকারী হলে প্রতিবার এই লিংক ওপেন হবে । আমাদের ওয়েবসাইট যাতে আপনি সহজেই খুঁজে পান এবং আমাদের সফটওয়্যার ক্রয় করতে পারেন এই জন্যে এই বিশেষ সুবিধা।
আমাদের সকল সফটওয়্যার বর্তমানে শুধুমাত্র উইন্ডোজের অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে । আপাতত আমাদের কোন চিন্তাভাবনাও নেই ম্যাক,লিনাক্স কিংবা এন্ড্রয়েডের জন্য রিলিজ করার।
না ! আমাদের এই ওয়েবসাইটে (aparajeyo.com) উল্লেখিত সকল সফটওয়্যারের মুল্য এককালীন পরিশোধ করলেই চলবে । লাইফটাইম ফ্রি আপগ্রেড পাবেন ।
না ! প্রতিবার উইন্ডোজ ইন্সটলে কিংবা সফটওয়্যার ইন্সটলে আপনাকে নতুন করে এক্টিভেশন কী নিতে হবে না ।
আপনাকে যে এক্টিভেশন-কী দেওয়া হবে সেটি আপনার নতুন পিসি না নেওয়ার আগ পর্যন্ত কাজ করবে । তবে নতুন করে ডিভাইস (ল্যাপটপ/ডেস্কটপ) নিলে আপনাকে সফটওয়্যার পুনরায় ক্রয় করতে হবে সেই ডিভাইসের জন্য।
আপনার নিজস্ব ভার্সনে যদি আলাদা কোন কাস্টমাইজেশনের দরকার হয় এবং সেটি আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে। তবে ক্ষেত্রে বিশেষ কিছু মূল্য পরিশোধ করতে হতেও পারে। এই ক্ষেত্রে প্রথমে সফটওয়্যার ক্রয় করুন এবং এরপর আমাদের সাথে যোগাযোগ করুন।
কোন সমস্যা নেই । এই লিংকে ঢুকে আপনি যে ই-মেইল বা মোবাইল নং ব্যবহার করে আমাদের সফটওয়্যার ক্রয় করেছেন সেটি দিন।
আপনার তথ্য যদি আমাদের ডাটাবেজে থাকে তবে আপনি ২-৩ মিনিটের ভেতর ইমেইল এবং মোবাইলে এক্টিভেশন কী পেয়ে যাবেন ।
হ্যা, আপনাকে আপনার প্রতি পিসির জন্য আলাদাভাবে এক্টিভেশন কী ক্রয় করতে হবে । তবে এক সাথে দুই বা ততোধিক পিসির জন্য যে কোন একক সফটওয়্যার অর্ডার করলে মোট মূল্যের উপর ২৫% ছাড় পাবেন।
অর্ডার করলে আপনি কোন সিডি পাবেন না। আপনি এক্টিভেশন কী ইমেইলের মাধ্যমে ২-৩ মিনিটের ভেতর পেয়ে যাবেন ।
কুরিয়ারে সিডি (হার্ড কপি) নিতে অতিরিক্ত ৫০ টাকা যোগ করতে হবে ।
অনেকেই aparajeyo.org এর সাথে আমাদের গুলিয়ে ফেলেন, এর মূল কারন ডোমেইন নেইম । সার্চ ইঞ্জিনগুলোও আমাদের ডোমেইন aparajeyo.com কে ক্ষেত্রে বিশেষ প্রথম সারিতে প্রদর্শিত করে । aparajeyo.org এর সাথে আমাদের কোন প্রকার সম্পর্ক নেই । aparajeyo.com Small Programmers এর একটি প্রোজেক্ট মাত্র । এবং এর রক্ষনাবেক্ষন এবং স্বত্ব সংরক্ষন করে Small Programmers নিজেই ।
একটা সফটওয়্যার তৈরি করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়েছে, সাথে শ্রম ও প্রোগ্রামার ভাড়া করতে হয়েছে । এবং একই সাথে আমাদের ওয়েবসাইট এবং সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করতে প্রচুর শ্রম ও অর্থ ব্যয় করতে হয় । যেমন ওয়েবসাইট ডোমেইন,হোস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিল ইত্যাদি।
অপরাজেয় ডট কমের সাথে যোগাযোগ করতে সব চেয়ে ভালো মাধ্যম ফেসবুক পেজে নক করা । https://facebook.com/Aparajeyo এছাড়াও যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।
উপরে কোন প্রশ্নের উত্তর না থাকলে চ্যাটে কড়া নাড়ুন ।