
‘অন স্ক্রীন বাংলা কীবোর্ড’ “অপরাজেয় কীবোর্ড ও সরঞ্জাম” প্রকল্পের একটি অন্যতম জনপ্রিয় সফটওয়্যার । এটিই সর্বপ্রথম অন স্ক্রীন বাংলা কীবোর্ড যেখানে বাংলা সকল বর্ণ সুশৃঙ্খল ভাবে সাজানো রয়েছে ।
অন স্ক্রীন বাংলা কীবোর্ড-এর বিশেষ কিছু বৈশিষ্ট্য

বাংলা শব্দ পরামর্শ
অন স্ক্রীন বাংলা কীবোর্ড দিয়ে বাংলা লেখাকালীন সময় সফটওয়্যারটি আপনাকে ডিকশনারী থেকে বাংলা শব্দ পরামর্শ করবে ।

পরবর্তী সম্ভাব্য শব্দ পরামর্শ
অন স্ক্রীন বাংলা কীবোর্ড দিয়ে বাংলা লেখার সময় আপনি কোন একটি শব্দ লিখলে সফটওয়্যারটি পরবর্তী সম্ভাব্য শব্দ পরামর্শ করার চেষ্টা করবে ।

ইমোজি সাপোর্ট
অন স্ক্রীন বাংলা কীবোর্ড ইমোজি সাপোর্টেড । তাই আপনি সহজেই এই কীবোর্ড দিয়ে যে কোন যায়গায় ইমো দিতে পারবেন ।

এনকোডিং সমর্থন
অপরাজেয় OSBK প্রচলিত সকল ANSI এবং ইউনিকোড ফরম্যাট সমর্থন করে ।

সর্বত্র বাংলা লিখুন
উইন্ডোজ ওএস এর যে কোন উইন্ডো তে ইউনিকোড কিংবা ANSI ফরম্যাটে বাংলা লিখুন । যেমন- অ্যাডোব ফটোশপ, কোরেল ড্রো,মজিলা ফায়ার ফক্স, নোটেপ্যাড ইত্যাদি যে কোন উইন্ডো তে অনায়াশে বাংলা লিখুন ।

টাচ স্ক্রিন সমর্থিত
উইন্ডোজ ওএস সমর্থিত ডিভাইসের টাচ ডিস্প্লে-তে স্বাচ্ছদ্যে বাংলা লিখুন ।
সাধারন তথ্য
ফাইলের নামঃ Aparajeyo_OSBK_4.0.zip
ফাইলের সাইজঃ 3 মেগাবাইট
সফটওয়্যার ভার্সনঃ 4.0
সর্বশেষ সংস্করনঃ 19 Oct. 2020
সরাসরি ডাউনলোড লিংক ⇩
সরাসরি আমাদের সার্ভার থেকে ডাউনলোড করতে নিচের বাটনটিতে চাপুন –
ব্যবহার নির্দেশিকা
এই সম্পর্কিত সকল ব্লগ পোষ্টঃ দেখুন
সফটওয়ার ক্রয়
অন স্ক্রিন বাংলা কীবোর্ড সফটওয়ারটির মুল্য জানতে এবং ক্রয় করতে এখানে ক্লিক করুন
পরবর্তী হালনাগাদ সংস্করণ পাওয়া যাবেঃ
আপডেট সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন । https://www.facebook.com/SmallProgrammers